মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

আজ বায়তুল মোকাররমে প্রথম জুমা পড়াবেন নতুন খতিব মুফতি রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ ১ এপ্রিল (শুক্রবার) দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জুমার নামাজ পড়াবেন  নতুন খতিব, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিন। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন করছেন। নির্ধারিত সময়ে জুমা পড়াতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যাবেন তিনি।

আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছেন গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা তাসনিম।

জাতীয় মসজিদে নতুন খতিবের প্রথম জুমা উপলক্ষে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

নতুন খতিবের নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে বিষটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সর্ব শ্রেণীর মুসল্লি। শীর্ষ স্থানীয় আলেমরা অভিনন্দন জানিয়েছেন তাকে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) ড. মো. মুশফিকুর রহমান মুফতি রুহুল আমিনকে আগমীকাল শুক্রবার প্রথম জুমার নামাজ পড়াতে আমন্ত্রণ জানান।

পরবর্তীতে মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মুফতি রুহুল আমীনের ছেলে মুফতি উসামা আমিন আওয়ার ইসলামকে বলেছেন, মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জুমার নামাজ পড়াতে আমন্ত্রণ জানানো হয়েছে। আলেমরা মনে করছেন, বায়তুল মোকাররমে ইবাদতের পুরনো সেই প্রাণ ফিরে আসবে। দেশের আধ্যাত্মিক দিকনির্দেশক হিসেবে আগামীর পথচলা দৃঢ় হবে। আগামীকাল আলেম ও সাধারণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে জাতীয় মসজিদ প্রাণবন্ত হবে বলেও তিনি মনে করেন।

প্রসঙ্গত, বায়তুল মোকাররমের সাবেক খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন গত ৩ ফেব্রুয়ারি ইন্তেকালের পর পদটি এতদিন খালি ছিল।

মুফতি রুহুল আমীন দেশের প্রখ্যাত আলেম মরহুম মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.-এর ছেলে। তিনি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআ’তুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার সদস্য। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড আব গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ