মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বিরোধী জোটে রাষ্ট্রপতির তালিকায় মা*ওলানা ফজলুর রহমানের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সরকারি মিত্র এবং অ্যাসেম্বলির সদস্যরা বিরোধীদের সাথে যোগ দেওয়ার পরে এবং প্রস্তাবের সম্ভাব্য সাফল্যের পরে বিরোধী জোট এখনও আনুষ্ঠানিকভাবে তাদের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেনি।

তবে বিরোধী নেতারা ইতিমধ্যেই বিরোধী দলীয় নেতা ও পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগ) নেতা শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী বলা শুরু করেছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী এবং রানা সানাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি পদে মাওলানা ফজলুর রহমানের নামও উচ্চারণ করতে শোনা গেছে।

বুধবার বিরোধী দলগুলোর সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টোও বলেছেন, শাহবাজ শরীফ শিগগিরই প্রধানমন্ত্রী হবেন।

একইভাবে রাষ্ট্রপতি পদে জমিয়তে উলামায়ে ইসলাম ও পিডিএম (পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট) প্রধান মাওলানা ফজলুর রহমান এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির নামও উঠে এসেছে।

পাকিস্তানের এক সাংবাদিক দাবি করেছেন যে মাওলানা ফজলুর রহমান বিরোধীদের পক্ষ থেকে পাকিস্তানের রাষ্ট্রপতি হতে পারেন এবং এ বিষয়ে আলোচনার মাধ্যমে মিমাংসা হয়ে গেছে।

এক সাক্ষাৎকারে পাকিস্তানের সিনিয়র সাংবাদিক সালিম সাফি শাহবাজ শরীফকে প্রশ্ন করেছিলেন, মাওলানা ফজলুর রহমান কি দেশের রাষ্ট্রপতি হতে পারবেন? উত্তরে শাহবাজ শরীফ বলেছেন, এই মুহূর্তে বিরোধীদের টেবিলে সব পদের বিকল্প রয়েছে।

এর আগে, একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে বিরোধীরা দেশটির চার প্রদেশের গভর্নরও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতিতে বেলুচিস্তান থেকে সমর্থন দেওয়া দলগুলোর দাবিও পূর্ণ করা হবে যার সিদ্ধান্ত নেবেন মাওলানা ফজলুর রহমান এবং আখতার মেঙ্গল ।

সূত্র: ডেইলি জং

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ