মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

কুরআন প্রতিযোগিতায় জেতা পুরস্কার ফিলিস্তিনি শিশুদের উৎসর্গ করল আলজেরিয়ান শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সর্ববৃহৎ কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে সবাইকে টপকে প্রথম স্থান অধিকার অর্জন করেছে আলজেরিয়ান শিশু আব্দুল খালেক। পুরস্কার হিসেবে পেয়েছে ৪০০ হাজার দিনার বা দুই হাজার ৮০০ মার্কিন ডলার। কিন্তু সে এটি নিজের জন্য রাখেনি; বরং পুরস্কারের পুরো টাকাই সে ফিলিস্তিনি শিশুদের উপহার হিসেবে দিয়ে দিয়েছে।

সোমবার আলজাজিরা জানায়, স্থানীয় টিভি চ্যানেল আশশুরুকের এক অনুষ্ঠানে মা এবং পরিবারের আরো কয়েকজন সদস্যের সামনে শিশুটি এ ঘোষণা দেয়।

পুরস্কারের অর্থ বিতরণে বিশেষত প্রয়োজনগ্রস্ত ও বন্দী ফিলিস্তিনি শিশুদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানায় সে।

শিশু আব্দুল খালেক ওই অনুষ্ঠানের সঞ্চালক ও কুরআন প্রতিযোগিতার অন্যতম বিচারক ড. কামাল কুদাহকে পুরস্কারটি ফিলিস্তিনে পৌঁছানোর দায়িত্ব দিয়েছে। কামাল কুদাহ ২০১১ সালে একটি কাফেলা নিয়ে ফিলিস্তিন সফর করেন। ওই কাফেলার ইমাম ছিলেন তিনি।

টিভির ওই অনুষ্ঠানে ফিলিস্তিনি পতাকা গায়ে জড়িয়ে মঞ্চে উঠে আব্দুল খালেক। তখন সে বলে, ‘আমি আমার জান-মাল ফিলিস্তিনি শিশুদের জন্য উৎসর্গ করলাম।’ একইসাথে আলজেরিয়ান শিশুদেরে তরফ থেকে সে বলে, ‘সমস্ত আলজেরিয়ান শিশুও ফিলিস্তিনিদের সাথেই আছে।’

যখন সে এ কথাগুলো বলছিল, তখন অনুষ্ঠানে উপস্থিত সবার চোখ থেকেই আনন্দাশ্রু ঝরতে থাকে। এ সময় সে ফিলিস্তিনি শিশুদের সম্বোধন করে আরো বলে, ‘আমাদের কোনো বিশ্রাম নেই তোমাদের সাথে আল কুদস শরিফে (মসজিদুল আকসা) নামাজ পড়ার আগ পর্যন্ত, যেভাবে নামাজ আদায় করেছেন হযরত ওমর রা: ও সালাহুদ্দীন আইয়ুবী রহ:।’

আব্দুল খালেক দৃঢ়তার সাথে বলে, ‘খুব শিগগির-ই আল্লাহর সাহায্য আসবে।’

সূত্র: আলজাজিরা।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ