আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে শর্ত দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাস।
তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর আগ্রাসন চালানো বন্ধ করে এবং প্রতিশ্রুতি দেয় যে, পুনরায় ইউক্রেনে আর কোনো আগ্রাসন চালাবে না; তবেই রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
শনিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফকে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।
লিজ ট্রাস বলেন, তবে রাশিয়া যদি ইউক্রেনের ওপর এই হামলা অব্যাহত রাখে, তবে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে একটি 'নেগোসিয়েশন ইউনিট' প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব।
-এএ