মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

‘আলেমদের উচিত মসজিদগুলোকে জনকল্যাণমূলক কাজের কেন্দ্রে পরিণত করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তান শরিয়াহ কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা জাহিদ রশিদি বলেন, মসজিদগুলোকে জনকল্যাণমূলক কাজের কেন্দ্রে পরিণত করা।

গতকাল শুক্রবার পাকিস্তানের কোহাটে একদিনের সফরে এসে আলেমদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথাগুলো বলেন।

সমাবেশে মাওলানা জাহিদ রশিদি আলেমদের উদ্দেশ্য করে বলেন, উলামায়ে কেরামের কাজ শুধু মানুষকে পথ দেখানোই নয়, তাদের নেতৃত্ব দেওয়া ও মানুষের সামনে ইসলামী জীবনের বাস্তব উদাহরণ পেশ করা। গুরুতর গুনাহ থেকে জাতিকে বাঁচানো। শরীয়াহ আইন বাস্তবায়ন ও কার্যকর করা, নবুওয়াত মর্যাদা রক্ষা করা। সাহাবায়ে কেরামের আদর্শ সমাজ সংস্কারে বাস্তবায়ন করা সবই দ্বীনের ক্ষেত্র।

তিনি বলেন, আলেমদের উচিত জনগণের মধ্যে সমঝোতার ভূমিকা পালন করা। তারা মসজিদকে জনকল্যাণমূলক কাজের কেন্দ্রে পরিণত করবে।

মাওলানা মুফতি মুহাম্মদ মুজাহিদের সভাপতিত্বে আলেমদের এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, পাকিস্তান পাঞ্জাব প্রাদেশিক আমির মাওলানা জামিলুর রহমান আখতার, ক্বারি মুহাম্মদ উসমান রমজান, হাফিজ মুহাম্মদ জুবায়ের জামিল, মাওলানা ইউসুফ খলিফা, মাওলানা মুখতারউদ্দিন শাহ, পীর শাহজাহান, নওয়াজ নাজিম, মুফতি আবদুল হামিদ কোহাত, মাওলানা হাকিম রহমতুল্লাহ খান, মাওলানা সাজ্জাদ প্রমুখ।

সমাবেশে বিভিন্ন ধর্মীয় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: এলার্ট ডটকম পাকিস্তান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ