মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

হিজাব ইস্যু: মামলার শুনানির জন্য নির্দিষ্ট তারিখ দিতে সুপ্রিম কোর্টের অস্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমীন ফরীদ।।

ভারতের কর্নাটকের হিজাব মামলার শুনানির জন্য নির্দিষ্ট তারিখ প্রদানে সুপ্রিম কোর্ট অস্বীকার করে বলেছেন মামলাটিকে নিয়ে যেন উত্তেজনা সৃষ্টি করা না হয়।

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কর্ণাটক হাই কোর্টের (স্কুলে হিজাব পরিধানে নিষেধাজ্ঞার) রায়ের বিরুদ্ধে পিটিশন এর শুনানির জন্য কোন নির্দিষ্ট তারিখ দিতে অস্বীকৃতি জানায়। এতে, শ্রেণীকক্ষে হিজাব পরার অনুমতি দেওয়ার নির্দেশ বিষয়ক দায়েরকৃত সমস্ত আবেদন খারিজ করা হয়।

প্রবীণ আইনজীবী দেবদত্ত কামাত আবেদনকারী মুসলিম ছাত্রীদের পক্ষে মামলাটিকে উল্লেখ করে পিটিশনে অবিলম্বে একটি তালিকা দেওয়ার অনুরোধ জানান। কামাত জোর দিয়ে বলেন, পরীক্ষা ঘনিয়ে আসছে, তাই আদালতের অবিলম্বে বিষয়টি শোনা উচিত। একটি শুরাহা করা দরকার।

প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ বলে, পরীক্ষার সাথে বিষয়টির কোনও সম্পর্ক নেই। এই মামলাটি নিয়ে পরিবেশ উত্তেজনাপূর্ণ করা উচিত হবে না। এদিকে, কামাত যুক্তি দিয়েছেন, (হিজাব এর কারণে) মেয়েদের স্কুলে এডমিশন নেওয়া হচ্ছে না। এ কারণে তাদের একটি বছর নষ্ট হতে পারে। এটাও অনুচিত।

উল্লেখ্য, গত ১৬ মার্চ, একই মামলায় কর্ণাটক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পিটিশনের তাৎক্ষণিক শুনানির ব্যাপারের অস্বীকার জানায় সুপ্রিম কোর্ট, তখন সুপ্রিম কোর্ট বলেছিলো, মুসলিম নারীদের হিজাব পরা ইসলাম ধর্মে ধর্মীয় অনুশীলনের অংশ নয়। তবে এ কথার তীব্র প্রতিবাদ জানান ভারতের ইসলামি দলগুলোর নেতারা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ