আল আমীন ফরীদ।।
ভারতের কর্নাটকের হিজাব মামলার শুনানির জন্য নির্দিষ্ট তারিখ প্রদানে সুপ্রিম কোর্ট অস্বীকার করে বলেছেন মামলাটিকে নিয়ে যেন উত্তেজনা সৃষ্টি করা না হয়।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কর্ণাটক হাই কোর্টের (স্কুলে হিজাব পরিধানে নিষেধাজ্ঞার) রায়ের বিরুদ্ধে পিটিশন এর শুনানির জন্য কোন নির্দিষ্ট তারিখ দিতে অস্বীকৃতি জানায়। এতে, শ্রেণীকক্ষে হিজাব পরার অনুমতি দেওয়ার নির্দেশ বিষয়ক দায়েরকৃত সমস্ত আবেদন খারিজ করা হয়।
প্রবীণ আইনজীবী দেবদত্ত কামাত আবেদনকারী মুসলিম ছাত্রীদের পক্ষে মামলাটিকে উল্লেখ করে পিটিশনে অবিলম্বে একটি তালিকা দেওয়ার অনুরোধ জানান। কামাত জোর দিয়ে বলেন, পরীক্ষা ঘনিয়ে আসছে, তাই আদালতের অবিলম্বে বিষয়টি শোনা উচিত। একটি শুরাহা করা দরকার।
প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ বলে, পরীক্ষার সাথে বিষয়টির কোনও সম্পর্ক নেই। এই মামলাটি নিয়ে পরিবেশ উত্তেজনাপূর্ণ করা উচিত হবে না। এদিকে, কামাত যুক্তি দিয়েছেন, (হিজাব এর কারণে) মেয়েদের স্কুলে এডমিশন নেওয়া হচ্ছে না। এ কারণে তাদের একটি বছর নষ্ট হতে পারে। এটাও অনুচিত।
উল্লেখ্য, গত ১৬ মার্চ, একই মামলায় কর্ণাটক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পিটিশনের তাৎক্ষণিক শুনানির ব্যাপারের অস্বীকার জানায় সুপ্রিম কোর্ট, তখন সুপ্রিম কোর্ট বলেছিলো, মুসলিম নারীদের হিজাব পরা ইসলাম ধর্মে ধর্মীয় অনুশীলনের অংশ নয়। তবে এ কথার তীব্র প্রতিবাদ জানান ভারতের ইসলামি দলগুলোর নেতারা।
-এটি