মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

‘মাকতাবায়ে দাওয়াত ইলাল্লাহ’ কে দেয়া স্বীকৃতিপত্র ফিরিয়ে নিয়েছে দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমীন ফরীদ এক নারী কর্তৃক পরিচালিত একটি মাকতাবাকে দেয়া স্বীকৃতিপত্র ফিরিয়ে নিয়েছে ভারতের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ।

আজ বৃহস্পতিবার মাদরাসাটির মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানি স্বাক্ষরিত এক জরুরি ওয়াজাহাতনামায় এ ঘোষণা দেয়া হয়।

ওয়াজাহাতনামায় বলা হয়, দুই বছর আগে, ‘মাকতাবায়ে দাওয়াত ইলাল্লাহ’ এর পক্ষ থেকে আগত চিঠির উপর ভিত্তি করে, দারুল উলুম দেওবন্দ মাদরাসা কর্তৃক তাদের কে (স্বকৃীতিস্বরূপ) একটি ‘লিখিত প্রশংসাপত্র’ প্রদান করা হয়। কিন্তু পরবর্তীতে জানা যায়, এ নামের মাকতাবা ‘মুযনা উম্মে আনাস’ নামক একজন নারী পরিচালনা করে আসছেন। তারা বিভিন্ন কার্যক্রমও চালু করছেন।

ওয়াজাহাতনামায় আরো বলা হয়, আমরা জানতে পেরেছি মাওলানা মুফতি আহমাদ খানপূরী পীর জুলফিকার আহমদ নকশবন্দী প্রমূখ এ মাকতাবাকে প্রদান করা তাদের স্বীকৃতিপত্র ফিরিয়ে নিয়ে এ মাকতাবার কার্যক্রম থেকে নিজেদের দায়মুক্তির বিষয়টি স্পষ্ট করেছেন। একই সময়ে, মাকতাবাটি দারুল উলুমের প্রদানকৃত পত্রটিকে এখন পর্যন্ত নিজেদের স্বীকৃতি হিসেবে প্রচার করে যাচ্ছে।

সুতরাং, আমরা (দারুল উলুম কর্তৃপক্ষ) এই ঘোষণা করছি, উল্লিখিত আলেমদের মতো আমরাও আমাদের স্বীকৃতিপত্র ফিরিয়ে নিচ্ছি। অতএব, পরবর্তীকালে যেন তারা আমাদের স্বীকৃতিপত্রকে প্রচার না করে। এ বিষয়ে কেউ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। সূত্র: মুফতি আবুল কাসেম নোমানীর অফিসিয়াল ফেসবুক পেজ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ