আবদুল্লাহ তামিম ই-পরিষেবা সহজতর করতে মসজিদ হারামে ও মসজিতে নববিতে আসা মেহমানদের জন্য বিশেষ একসেস কার্ড চালু করেছে সৌদি আরব।
গতকাল মঙ্গলবার মসজিদে হারাম ও মসজিদে নববির জেনারেল প্রেসিডেন্সিতে ভাষা ও অনুবাদ সংক্রান্ত প্রশাসন একটি বিশেষ পরিচয়পত্র চালু করেছে। এই কার্ডের উদ্দেশ্য হল অনেক ইলেকট্রনিক পরিষেবাগুলিতে অ্যাক্সেস সহজতর করা। এই পরিষেবাগুলি মিনারে আল হারামাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দাওয়াহ ও লাইব্রেরী, রেডিও প্রোগ্রাম এবং অডিও গ্রন্থপাঠ ইত্যাদী সেবাগুলো পেতে সাহায্য করবে।
এ কার্ডের মাধ্যমে হারামাইনের বিশেষ বিশেষ জায়গায় যাওয়া, পরিদর্শন করার অনুমতি মিলবে।
এ প্রসঙ্গে ভাষা ও অনুবাদ অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ বিন মারজুক আল-জামি স্পষ্ট করে বলেন, এই আইডি কার্ডে সংশ্লিষ্ট স্থানের নির্দেশনা দেওয়ার জন্য ইন্টারেক্টিভ ম্যাপও রয়েছে। যারা মাধ্যমে খুব সহজে কোন স্থানে কী আছে সেটাও নির্দেশনা দিবে। সূত্র: আসরে হাজির
এদিকে দুই বছর পর ফের মক্কা-মদিনার হারামাইন শরিফে রমজানের শেষ দশকে ইতেকাফের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) হারামাইন জেনারেল প্রেসিডেন্সির সূত্রে এ তথ্য নিশ্চিত করে।
হারামাইন জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আব্দুর রহমান আস সুদাইস বলেছেন, ‘এই বছর মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজানে ইতেকাফ পালিত হবে।’
তবে এক্ষেত্রে ইতেকাফকারীকে অবশ্যই নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। কিন্তু কী নিয়ম তা খুব শিগগিরই হারামাইনের সরকারি ওয়েবসাইটে জানানো হবে।
সূত্র: আলজাজিরা।
-এটি