মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ই-পরিষেবা সহজতর করতে মসজিদ হারামে বিশেষ কার্ড চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ই-পরিষেবা সহজতর করতে মসজিদ হারামে ও মসজিতে নববিতে আসা মেহমানদের জন্য বিশেষ একসেস কার্ড চালু করেছে সৌদি আরব।

গতকাল মঙ্গলবার মসজিদে হারাম ও মসজিদে নববির জেনারেল প্রেসিডেন্সিতে ভাষা ও অনুবাদ সংক্রান্ত প্রশাসন একটি বিশেষ পরিচয়পত্র চালু করেছে। এই কার্ডের উদ্দেশ্য হল অনেক ইলেকট্রনিক পরিষেবাগুলিতে অ্যাক্সেস সহজতর করা। এই পরিষেবাগুলি মিনারে আল হারামাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দাওয়াহ ও লাইব্রেরী, রেডিও প্রোগ্রাম এবং অডিও গ্রন্থপাঠ ইত্যাদী সেবাগুলো পেতে সাহায্য করবে।

এ কার্ডের মাধ্যমে হারামাইনের বিশেষ বিশেষ জায়গায় যাওয়া, পরিদর্শন করার অনুমতি মিলবে।

এ প্রসঙ্গে ভাষা ও অনুবাদ অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ বিন মারজুক আল-জামি স্পষ্ট করে বলেন, এই আইডি কার্ডে সংশ্লিষ্ট স্থানের নির্দেশনা দেওয়ার জন্য ইন্টারেক্টিভ ম্যাপও রয়েছে। যারা মাধ্যমে খুব সহজে কোন স্থানে কী আছে সেটাও নির্দেশনা দিবে। সূত্র: আসরে হাজির

এদিকে দুই বছর পর ফের মক্কা-মদিনার হারামাইন শরিফে রমজানের শেষ দশকে ইতেকাফের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) হারামাইন জেনারেল প্রেসিডেন্সির সূত্রে এ তথ্য নিশ্চিত করে।

হারামাইন জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আব্দুর রহমান আস সুদাইস বলেছেন, ‘এই বছর মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজানে ইতেকাফ পালিত হবে।’

তবে এক্ষেত্রে ইতেকাফকারীকে অবশ্যই নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। কিন্তু কী নিয়ম তা খুব শিগগিরই হারামাইনের সরকারি ওয়েবসাইটে জানানো হবে।

সূত্র: আলজাজিরা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ