মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

হিজাব বিতর্কে পরীক্ষা না দেয়া শিক্ষার্থীরা দ্বিতীয় সুযোগ পাবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব বিতর্ককে কেন্দ্র করে দ্বিতীয় প্রি ইউনিভার্সিটি কোর্স (পিইউসি)-এর পরীক্ষায় যারা অনুপস্থিত ছিলেন, তারা নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না।

কর্ণাটকের রাজ্য সরকারের ভাষ্য, যেসব শিক্ষার্থী পিইউসির ব্যবহারিক পরীক্ষায় অংশ নেননি, তাদেরকে আবারও পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

গেল ফেব্রুয়ারি এবং মার্চে দ্বিতীয় পিইউসি’র ব্যবহারিক পরীক্ষা হয়েছে। তবে হিজাব বিতর্ক ঘিরে সে সময় বহু শিক্ষার্থী পরীক্ষা দেয়নি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কারণে বিপাকে পড়ছেন তারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন যথাসময়ে অংশ না নেওয়া শিক্ষার্থীদের জন্য বিকল্প খুঁজছিলেন, তখন রাজ্য সরকার জানাল, যারা পরীক্ষা যারা দেননি, তাদের অনুপস্থিত হিসেবে দেখানো হবে।

কর্ণাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাবিষয়ক মন্ত্রী বি সি নাগেশ বলেন, হাইকোর্টের অন্তর্বর্তী আদেশ থাকা সত্ত্বেও যারা ব্যবহারিক পরীক্ষায় বসেননি, তাদের সম্পর্কে নতুন করে কোনো কিছু বিবেচনা করা কীভাবে সম্ভব? এমন হলে, যারা অন্য কারণে পরীক্ষা দেয়নি, তারাও পুনরায় সুযোগ চাইবেন। তা সম্ভব নয়।

প্রসঙ্গত, দ্বিতীয় পিইউসি পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে তত্ত্বীয় ৭০ এবং ব্যবহারিক ৩০ নম্বর ছিল। যারা ৩০ নম্বরের পরীক্ষা দেননি, তারা ৭০-এর মধ্যে পরীক্ষায় নির্দিষ্ট নম্বর পেলে উত্তীর্ণ হতে পারবেন।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ