আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনে ইব্রাহিমি মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার চালানো এ সামরিক অভিযানে ইসরায়েলি সেনারা ইব্রাহিমি মসজিদের ছাদে উঠে অবস্থান নেয়। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা তাদের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে।
ইব্রাহিমি মসজিদের পরিচালক গাসান আল-রাজাবি বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, হঠাৎ করে ইব্রাহিমি মসজিদে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর তারা এ মসজিদের ছাদে উঠে অবস্থান নেয়। এছাড়া ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি মুসল্লিদের ইব্রাহিমি মসজিদে প্রবেশ করতে বাধা দেয়।
তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর এ ধরনের আগ্রাসন হলো তাদের প্রতিদিনের রুটিন। কারণ, ইসরায়েলি সেনাবাহিনী ও দেশটির ইহুদি বসতি স্থাপনকারীরা সব সময় এমন আগ্রাসন চালিয়ে থাকে।
গাসান আল-রাজাবি বলেন, জানুয়ারিতে ইসরায়েলি কর্তৃপক্ষ ইব্রাহিমি মসজিদের প্রবেশ করার স্থানে একটি নির্মাণ প্রকল্প চালু করেছে যাতে করে একটি লিফট স্থাপন করা যায়। এর মাধ্যমে ইহুদি বসতি স্থাপনকারীরা সহজেই ইব্রাহিমি মসজিদের প্রবেশ করতে পারবে। এ সময় তিনি মুসলমানদের পবিত্র স্থানে এ ধরনের ইসরায়েলি সেনা আগ্রাসনের নিন্দা করেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর।
এনটি