আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।
হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদরাসার মুহতামিম। তার উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করে।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু বলেন, মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
তিনি বলেন, দুদক চট্টগ্রাম-১ এর সাবেক উপ-সহকারী পরিচালক ও বর্তমানে উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ২০১৩ সনের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় মামলাটি দায়ের করেন। পরে ২০১৪ সালের ২১ এপ্রিল চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। একই বছরের ১২ মে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়। ৯ সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য প্রদান করেন সাতজন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।
এনটি