আওয়ার ইসলাম ডেস্ক: লাগামহীন দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘সত্য কথা বললে তো আজকাল পাপ হয়ে যায়। বর্তমানে দেশের নিত্যপণ্যের দাম বেশি হওয়ার পেছনে লুটেরাদের ভূমিকা বেশি।’
রোববার সকালে রাজধানীর পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ক্রেতা-বিক্রেরা সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কামাল মজুমদার বলেন, ‘লুটেরা সমাজ পাঁচ টাকা লাভের জায়গায় ৫০ টাকা লাভ করে। রমজান এলে তারা দলবদ্ধভাবে অতিমুনাফা লাভের আশায় পণ্য মজুদ করে রাখে। তাই পণ্যের দাম বেড়ে যায়। এসব লুটেরা চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তবেই পণ্যের দাম কমবে।’
-এএ