আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুত আছে জানিয়ে রোজার শুরুতে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দেশের বাজারে জিনিসপত্রের দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধির প্রভাব ছাড়াও ‘অসাধু ব্যবসায়ীদের’ সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন তিনি।
রমজান আসলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মনটা কখন ভালো হবে? কবে আমরা মানুষকে সুযোগ দেব? রজমান মাস তো সারা পৃথিবীর জন্য, যারা ধর্মে বিশ্বাস করি, রমজান হলো সংযমের মাস।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাস শুরু হওয়ার আগেই আমাদের মানসিকতা থাকে যে একবারে বেশি করে কিনব। যার দিনে দরকার এক কেজি, সে হঠাৎ করে ১০ কেজি কিনে নিয়ে যাবে, হঠাৎ করে। যার কারণে হঠাৎ করে সাপ্লাই চেইনে প্রভাব পড়ে যায়।
এটি মানুষকে জানানো দরকার জানিয়ে তিনি বলেন, জিনিসপত্র যথেষ্ট পরিমাণে আছে, আপনারা হুড়োহুড়ি করে কিনবেন না। এটা সবার সম্মিলিত কাজ।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়া ও অসাধু ব্যবসায়ীদের সংশ্লিষ্টতা প্রসঙ্গে তিনি বলেন, তেলের দাম কেন বাড়ল, এটা আপনাকে দেখতে হবে। কেউ যদি বেশি নেয় তাহলে আমরা দেখব। তবে গ্লোবাল মার্কেটে যদি বেড়ে যায় তাহলে তেলের দাম কমাতে পারব না। তারপর যুদ্ধ শুরু হয়েছে। ফুয়েলের দাম বেড়েছে, টান্সপোর্ট ব্যয় বেড়েছে। সব কিছুর ওপরেই প্রভাব পড়েছে। তার সাথে যুক্ত হয়েছে অসাধু ব্যবসায়ীরা। এজন্য সার্বিকভাবে আমরা চেষ্টা করব।
-এএ