মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর নতুনবাগ জামিয়ার খতমে বোখারীর দরস দিলেন আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা রামপুরা ঢাকা এর খতমে অনুষ্ঠানে বোখারী শরীফের সর্বশেষ হাদিসের সবক প্রদান করেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আমিরুল হিন্দ আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী দা.বা.।

আজ শুক্রবার (১৮ মার্চ)বাদ আসর দরস প্রদান করেন। তিনি বোখারী শরিফের সর্বশেষ হাদিসের দরসে বলেন,কেয়ামত দিবসে আল্লাহ পাক প্রত্যেক মানুষের আমল ওজন করবেন।যার নেকির ওজন বেশি হবে।সেই ব্যক্তি জান্নাতে যাবেন।যার গুনাহের ওজর বেশি হবে।সে জাহান্নামে যাবে। আসুন আমরা এখলাসের সাথে বেশি বেশি নেক আমল করি।

তিনি উপস্থিত সকল আলেমকে একটি হাদিসের কিতাব নির্বাচন করে নিয়মিত হাদিস অধ্যয়নের গুরুত্বারোপ করে বলেন,এই ভাবে অধ্যয়নের মাধ্যমে সকল হাদিসের কিতাবের সাথে সম্পর্ক থাকবে। পরিশেষে বিশ্ব শান্তি ও বাংলাদেশের জন্য শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন তিনি।

সভাপতিত্ব করেন জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস হাফেজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা এখলাছুর রহমান লন্ডন, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মালিবাগ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা জাফর আহমদ, বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহ বাকী আন নদভী, মাওলানা আহমদুল হক হবিগঞ্জী, তেজগাঁও রেলওয়ে স্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আহসান হাবিব,শায়খুল হাদিস মুফতি শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী‌,মুফতি জাবের কাসেমী, মুফতি জাকির হোসাইন খান, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, আলহাজ্ব এমদাদুল হক, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক মাওলানা তোফায়েল গাজালি, মাওলানা নুরুজ্জামান,মুফতি ইমরানুল বারী সিরাজী ও মাওলানা নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ