আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে ভোজ্যতেলের দাম সহনশীল রাখতে আমদানির পাশাপাশি বাজারে সরবরাহ বাড়িয়ে দিয়েছে শিল্পপ্রতিষ্ঠানগুলো। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়ছে একের পর এক অয়েল ট্যাংকার।
এর মধ্যে সিটি গ্রুপই এককভাবে বুধবার (১৬ মার্চ) ২ লাখ ১৪ হাজার লিটার সয়াবিন তেল সরবরাহ করেছে।
কয়েক দিন ধরেই চট্টগ্রাম বন্দরের পতেঙ্গায় অবস্থিত তেল খালাসের জন্য নির্ধারিত ডলফিন জেটি ও রিভার মুরিং জেটিতে ভিড়ছে একের পর এক অয়েল ট্যাংকার। এর মধ্যে সিটি গ্রুপের আনা ১০ হাজার মেট্রিক টন তেল খালাস করে ফিরে গেছে এমটি প্যাসিফিক রুবী নামের একটি অয়েল ট্যাংকার। আগামী ২০ মার্চ ডলফিন জেটিতে ভিড়বে সিটি গ্রুপের জন্য ১৫ হাজার মেট্রিক টন তেল নিয়ে আসা অপর জাহাজ এমটি পাইওনিয়ার।
এদিকে আমদানি বাড়ায় বাজারেও তেলের সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। বিশেষ করে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাত্র ৮ ঘণ্টায় পতেঙ্গা টার্মিনাল থেকে ২ লাখ ১৪ হাজার লিটার তেল ডেলিভারি দিয়েছে সিটি গ্রুপ। পতেঙ্গা এলাকায় অয়েল টার্মিনালগুলোতে লেগে থাকা তেলবাহী ট্রাকের জটও ইতোমধ্যে কমতে শুরু করেছে।
তবে সরকারের বেঁধে দেওয়া দরে যেকোনো প্রতিষ্ঠান এখন মিল থেকেই তেল ডেলিভারি নিতে পারবে বলে ঘোষণা দিয়েছে সিটি গ্রুপ।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর ও বন্দরের বহির্নোঙরে বর্তমানে ১২টি অয়েল ট্যাংকারের অবস্থান রয়েছে। যার মধ্যে ভোজ্যতেল রয়েছে অন্তত ৩০ হাজার মেট্রিক টন।
-এএ