আওয়ার ইসলা ডেস্ক: দারুল উলুম দেওবন্দ, ভারতের সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, মুসলিম পার্সোনাল ল’ বোর্ড, ভারত এর সিনিয়র ভাইস চেয়ারম্যান আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি চারদিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশে আগমন করেছেন।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বারিধারা মাদরাসা শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আহসান হাবিব, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আহমদুল হক হবিগঞ্জী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাদানীনগর মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু,মুফতি ইমরানুল বারী সিরাজী,মুফতি জাবের কাসেমী,মুফতি জাকির হোসাইন খান ও মাওলানা ওয়ালী উল্লাহ আরমান প্রমুখ।
১৭ মার্চ বৃহস্পতিবার: দিল্লি থেকে বিকাল ৩:৪৫ মিনিটে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যোগে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে ঢাকা অবতরণ ও তেজগাঁও রেলস্টেশন মাদ্রাসায় দোয়া মাহফিল। অতঃপর রাতে মুন্সীগঞ্জ কাগজীপাড়া মাদ্রাসায় বাইয়াত ও দোয়ার মাহফিল। মরহুম আলহাজ আব্দুর রউফ সাহেবের বাড়িতে রাত্রিযাপন।
১৮ মার্চ শুক্রবার: সকালে হেলিকপ্টারযোগে মুন্সিগঞ্জ থেকে যশোর মণিরামপুর জামেয়া ইমদাদিয়া মাদানীনগর মাদ্রাসায় গমন। প্রোগ্রামের দায়িত্ব মাওলানা রশিদ বিন ওয়াককাসের উপর। বিকাল ৩টায় মণিরামপুর থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে বারিধারা মাদ্রাসায় সংক্ষিপ্ত দোয়ার প্রোগ্রাম শেষে জামিয়া আরাবিয়্যা দারুল উলূম নতুনবাগ রামপুরায় মাগরিব আদায়। বাদ মাগরিব বাইয়াত, বুখারী শরীফের দরসদান ও দোয়ার মাহফিল।
বাদ এশা জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, মিরপুরে খতমে বুখারী ও রাত্রিযাপন। প্রোগ্রামের বিস্তারিত আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া দিবেন।
১৯ মার্চ শনিবার: সকাল ৯টায় উত্তরায় মাওলানা নাজমুল হাসানের মাদ্রাসায় দোয়া শেষে বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সিলেট গহরপুর মাদ্রাসায় খতমে বুখারী মাহফিলে অংশ নেয়ার পর পুনরায় হেলিকপ্টারযোগে হবিগঞ্জ উমেদনগর মাদ্রাসায় বুখারী শরীফের দরসদান ও মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর গ্রামের নতুন মসজিদ উদ্বোধন এবং বয়ান ও বাইয়াত।
বিকেলে হেলিকপ্টারযোগে নরসিংদী মাধবদীতে সংক্ষিপ্ত দোয়ার পর বাদ মাগরিব চিটাগাং রোড জামিয়া ইসলামিয়া মাদানীনগর মাদ্রাসায় খতমে বুখারী ও ইসলাহী মাহফিল এবং রাত্রিযাপন।
২০ মার্চ রবিবার: মাদানীনগর থেকে ফজরের পূর্বে রওনা এবং গুলিস্তান কাপ্তান বাজার মসজিদে ফজর আদায় ও বাইয়াতের প্রোগ্রাম। অতঃপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা।
-এটি