মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

পর্দা নামল প্রাণের মেলার, বিক্রি সাড়ে ৫২ কোটি টাকার বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ এক মাস পর পর্দা নামল অমর একুশে বইমেলার। বাঙালির প্রাণের মেলায় এবার ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এবার প্রায় ১৭ গুণ বেশি বিক্রি হয়েছে।

আজ বৃহস্পতিবার শেষ দিনে এসব তথ্য তুলে ধরেন মেলার সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, এবার বইমেলায় বাংলা একাডেমি ১ কোটি ৩৫ লাখ টাকার বই বিক্রি করেছে। মেলায় সর্বমোট বই বিক্রি হয়েছে কমপক্ষে ৫২ কোটি ৫০ লাখ টাকার।

২০২০ সালের বইমেলায় রেকর্ড ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। কিন্তু প্রাণঘাতী ভাইরাস করোনার কারণে ২০২১ সালের বইমেলায় বিক্রি হয় মাত্র ৩ কোটি ১১ লাখ টাকার বই। সে হিসেবে এবারের মেলায় গতবারের চেয়ে ১৭ গুণ বেশি বই বিক্রি হয়েছে।

এবারের মেলায় নতুন বইয়ের তথ্য তুলে ধরে জালাল উদ্দিন বলেন, বইমেলায় এবার ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৯০৯টি বাংলা একাডেমির বিবেচনায় ‘মানসম্মত’, যা মেলায় প্রকাশিত নতুন বইয়ের হিসাবে ২৫ শতাংশ।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে চলে অমর একুশে গ্রন্থমেলা। তবে গত দুই বছর ধরে করোনা মহামারির কারণে তাতে কিছুটা ছন্দপতন ঘটছে।

গতবার প্রায় দেড় মাস পরে শুরু হওয়া মেলা তেমন জমেনি। নির্ধারিত সময়ের আগেই শেষ করে দিতে হয় করোনার প্রকোপের কারণে। এবার ১৫ দিন পিছিয়ে শুরু হয় মেলা।

প্রথমে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলার সিদ্ধান্ত নিলেও করোনার প্রকোপ অনেকটা কমে আসায় তা ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পর্যন্ত বাড়ানো হয়।

করোনার কারণে শুরু করতে বিলম্ব হলেও এবারের মেলা হয় ৩১ দিন। পুরো এক মাস চলার পর আজ পর্দা নামল বাঙালির প্রাণের মেলা।

সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, করোনা কারণে গত বছর বইমেলায় প্রকাশকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবারও আশঙ্কায় ছিলাম বইমেলা করে প্রকাশকদের ক্ষতির মধ্যে পড়তে হয় কিনা।

কিন্তু ভাগ্য ভালো থাকায় মেলা শুরুর পর থেকে ধীরে ধীরে সংক্রমণের হার কমে আসে। নানা আশা-আকাঙ্ক্ষা, উদ্দীপনার মধ্য দিয়ে এবারের বইমেলার সফল সমাপ্তি হয়েছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসিম কুমার দে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ