আবদুল্লাহ তামিম।।
হিজাব ইস্যুতে কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্ত ইসলামিক শিক্ষার বিরুদ্ধে ও শরিয়া আইনের পরিপন্থী। ভারতের সংবিধানের ১৫ তম ধারা অনুযায়ী এটা অবৈধ বৈষম্যমূলক একটি রায় বলে মনে করি।
কথাগুলো বলেছেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ইসলামি ফিকহ একাডেমি, ভারতের সাধারণ সম্পাদক।
তিনি আরো বলেন, ইসলামের সকল নিয়ম গুরুত্বের। বিশেষ করে পর্দার বিষয়টা ফরজ। আর তা লঙ্ঘন করা গুনাহ। সেই অর্থে হিজাব একটি বাধ্যতামূলক ইসলামি বিধান।
তিনি আরো বলেন, যদিও আমাদের মধ্যে অনেক মুসলিম তাদের অবহেলা ও অসাবধানতার কারণে শরীয়তের কিছু নিয়মের প্রতি সহনশীল নয়, যেমন নামাজ না পড়া, রোজা না রাখা। এর অর্থ এই নয় যে, নামাজ ও রোজা ফরজ নয়। সূত্র: