বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


পর্দা ইসলামের অপরিহার্য অংশ ও কুরআনের বিধান: মুফতি আবুল কাসেম নোমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে নাজ্জার।।

দেওবন্দ প্রতিনিধি>

হিজাব নিয়ে কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন দারুল উলূম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী। তিনি বলেছেন, "হিজাব ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয়"  আদালতের এই বক্তব্য সম্পূর্ণ ভুল।

তিনি বলেন, ইসলামে হিজাব বাধ্যতামূলক এবং কোরআননে হিজাব পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে।

দারুল উলূম দেওবন্দ (সাধারণত আদালতের সিদ্ধান্তে নিরব থাকে) বিষয়টিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে এবং হিজাবের বিষয়ে কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার জন্য জাতীয় সংগঠনগুলিকে আহ্বান জানিয়েছে।

দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, আদালত যদি বলে যে পর্দা ইসলামে বাধ্যতামূলক নয়, তবে তা প্রত্যখ্যান করা উচিত। কারণ পর্দা করা আবশ্যক। তিনি বলেন, পর্দা ইসলামের অংশ এবং এর প্রয়োজনীয়তা কুরআন দ্বারা প্রমাণিত।

এনটি


সম্পর্কিত খবর