আওয়ার ইসলাম ডেস্ক: ওআইসির সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আলজেরিয়ার পার্লামেন্টের স্পিকার ইব্রাহিম বোগালি। বর্তমান সময়ের আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় তিনি এ ঐক্যের ডাক দেন। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির নির্বাহী কমিটির ৪৭তম বৈঠকে বক্তব্য দিয়েছেন আলজেরিয়ার পার্লামেন্টের স্পিকার ইব্রাহিম বোগালি।
এ সময় তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে বিশ্বে এখন যে পরিস্থিতি চলছে তাতে করে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে যাতে করে তারা বর্তমান বৈশ্বয়িক পরিস্থিতি মোকাবেলা করতে পারে। এভাবে মুসলিম দেশগুলোকে এতটা শক্তিশালী হতে হবে যাতে করে তারা বিভিন্ন সঙ্কটের সমাধান করতে পারে।
তিনি বলেন, একটি ভয়াবহ আন্তর্জাতিক সঙ্কটের (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) সময় ওআইসির এ নির্বাহী কমিটি সভা অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানের এ প্রেক্ষাপট আমাদেরকে (মুসলিম দেশগুলোকে) ওআইসির মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
এনটি