বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে আফগান দূতাবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত আফগান দূতাবাস খুব শিগগিরই বন্ধ হয়ে যাচ্ছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টের মাঝামাঝি তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে দেশটি। আর আর্থিক সংকট ও বর্তমান তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক ছেদের কারণেই ওয়াশিংটনে অবস্থিত আফগান দূতাবাস বন্ধ করে দেওয়া হচ্ছে।

ওই দূতাবাসের কূটনীতিকরা যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত হওয়ার আগে আফগানিস্তানে ফিরে না গেছে মার্কিন ভিসার আবেদন করার জন্য এক মাস সময় পাবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে প্রায় ১০০ জন কূটনীতিক ওয়াশিংটন দূতাবাস এবং লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কের আফগান কনস্যুলেটে কাজ করছেন।

তাদের মধ্যে এক চতুর্থাংশ আফগান কূটনীতিক এখনো যুক্তরাষ্ট্রে থাকার জন্য আবেদন করতে পারেনি বলে ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর