আবদুল্লাহ তামিম
: ভারতের ভোপালে রেললাইনের মধ্যে আটকে পড়া এক অমুসলিম মেয়ের জীবন বাঁচানোয় মাহবুব খান বীরত্বের পুরস্কার পেয়েছেন।
গত কয়েকদিন আগে এ ঘটনা ঘটে ভোপালে। এরপরই স্থানীয় পুলিশ তাকে সংবর্ধনা জানিয়ে পুরস্কৃত করে।
মাহবুব খান বলেছেন, আমার ধর্ম আমাকে মানবতা শিখিয়েছে। আমি ধর্ম দেখিনি। দেখেছি সে একজন মানুষ। তাই তাকে আমি সাহয্য করতে এগিয়ে যাই। সেখানে অনেক মানুষ ছিলো। সে মেয়ের ধর্মের হয়েও তাকে সাহায্য করেনি। আমি শুধু দেখেছি যে কেউ সমস্যায় পড়েছে । তার আমার সাহায্যের প্রয়োজন আছে। তাই আমি ছুটে গিয়েছি।
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ট্রেনের ট্র্যাকের মধ্যে আটকে পড়া একটি মেয়েকে বাঁচাতে নিজের জীবনের নিয়েছেন মাহবুব খান। তার সাহসিকতার সর্বত্র প্রশংসা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে মাহবুব খানের সাহসিকতার ভিডিও। মেহবুব খানের এই কাজের পর সামাজিক সংগঠনসহ পুলিশ বিভাগও মাহবুব খানকে স্বাগত জানায় ও সংবর্ধনা দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে ৫ ফেব্রুয়ারি। ভোপালের বারখেরি এলাকায় যখন একটি মেয়ে দ্রুত রেললাইন পেরিয়ে মালবাহী ট্রেনের নিচে পড়ে যেতে লাগে। মালামাল গাড়ির নিচে আসার কয়েক মিনিট আগে নামাজের পর পাশ দিয়ে যাচ্ছিলেন পেশায় কাঠমিস্ত্রি মাহবুব।
এদিকে মালবাহী ট্রেন যেখান থেকে আসছিল সেই রেলওয়ের ট্র্যাকটি অতিক্রম করার সময় তিনি একটি মেয়েকে চিৎকার করতে দেখেন। মাহবুব খান এই অবস্থা দেখে তাকে বাঁচাতে লাফ দিয়ে ট্রেনের ট্র্যাকের মাঝে শুয়ে মেয়েটিকে নিয়ে শুয়ে পড়েন। পুরো মালবাহী ট্রেনের প্রায় ২৪টি বগি তাদের উপর দিয়ে চলে যায়। তাদের কোনো কিছুই হয়নি। সূত্র: আল আরাবিয়া
-এটি