জুলফিকার জাহিদ।।
পাকিস্তানের রাজনীতিতে রাজনৈতিক নেতাদের একে অপরের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের বিষয়ে শাইখুল ইসলাম মুফটি তাকি উসমানির অবস্থান সামনে এসেছে।
এ বিষয়ে শাইখুল ইসলাম মুফটি তাকি উসমানি বলেছেন, রাজনৈতিক বিরোধে ইসলামী বিধি-বিধান ও মূল্যবোধ লংঘন করা হচ্ছে চরমভাবে।
মুফতি তাকি উসমানী বলেছেন, ইসলামী বিধি বিধানের অবমূল্যায়নের কথা ভেবে ভয় লাগছে। আল্লাহ তায়ালা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন।
তিনি বলেছেন, সূরা হুজুরাতে বলা হয়েছে, তোমরা একে অপরকে নিয়ে ঠাট্টা করো না, গীবত ও একে অপরের মন্দ চর্চা করো না। কারো বিরুদ্ধে লেগে থাকবে না এবং কাউকে বিকৃত নামে ডাকবে না।
মুফতি তাকি উসমানী আরো বলেছেন, মত-বিরোধ চাই রাজনৈতিক হোক অথবা দৃষ্টিভঙ্গির, একে শত্রুতায় রূপান্তরিত করে একে অপারকে মারামারিতে লিপ্ত হওয়া এবং গালাগালি দেওয়ার পদ্ধতি সমাজের জন্য ধ্বংসাত্মক।
তিনি আরো বলেছেন, সমালোচনা যুক্তির ভিত্তিতে হওয়া উচিত , অশালীন ভাষায় হওয়া কখনো কাম্য নয়।
কোরআন শরীফে হযরত মূসা ও হারুন আলাইহিস সালামকে ফেরাউনের সামনেও নরম ভাষায় কথা বলতে বলা হয়েছে। এজন্য আমাদের ভেবে দেখা উচিত আমরা কোন পথে হাটছি।
সূত্র: ডেইলি জং।
এনটি