মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ইসরায়েলের প্রেসিডেন্টকে তুরস্কে স্বাগত জানানোয় ফিলিস্তিনি মুসলিমদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট অ্যাইজ্যাক হারজগের তুরস্ক সফরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের নেতারা ও ফিলিস্তিনের মুসলিমরা। উভয় সংগঠনই বলেছে, তারা ইহুদিবাদীদের সঙ্গে সব ধরণের সম্পর্ক ও যোগাযোগের বিরোধী। তারা চায় বিশ্বের কেউ এই দখলদার শক্তির সঙ্গে কোনো ধরণের সম্পর্ক না রাখুক।

দুই দিনের সফরে গত বুধবার তুরস্কে এসেছেন মুসলমানদের প্রধান শত্রু হিসেবে স্বীকৃত দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হরজগ। এই সফরের প্রতিবাদ জানিয়ে হামাস একটি বিবৃতি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরণের সম্পর্ক ও যোগাযোগের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের এই মৌলিক অবস্থান আবারও জোর দিয়ে তুলে ধরছি। দখলদারিত্বের অবসান ও ফিলিস্তিনিদের অধিকার আদায়ে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

এছাড়া, ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন আলাদা বিবৃতিতে বলেছে, দখলদার ইসরায়েলের প্রেসিডেন্টকে তুরস্কে স্বাগত জানানো হয়েছে যা নিন্দনীয়। ইসরায়েলি প্রেসিডেন্টকে সেদেশে স্বাগত জানানোর ঘটনা ফিলিস্তিনিদের জিহাদের মোকাবেলায় শত্রুদের পক্ষে অবস্থান গ্রহণের শামিল।

গতকাল ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসরায়েলি প্রেসিডেন্টের এই সফর ঐতিহাসিক এবং তুর্কি-ইসরাইল সম্পর্কের টার্নিং পয়েন্ট।

তিনি আরও বলেন, তুরস্ক জ্বালানি খাতে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। সহযোগিতার বিষয়ে আলোচনা করতে তুরস্কের পররাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীরা শিগগিরই ইসরাইল সফর করবেন বলে জানান এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের অভিন্ন লক্ষ্য হলো অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ পুনরুজ্জীবিত করা।

তুরস্কের এরদোগান সরকার এর আগে বহুবার ফিলিস্তিনিদের অধিকার রক্ষার কথা বলেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, তুর্কি সরকার মুখে ইসরাইলের সমালোচনা করলেও বাস্তবে সব সময় দখলদারদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং ইসরাইলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলের পাশাপাশি সব ফিলিস্তিনিকে নিশ্চিহ্ন করতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে বিশ্বের সচেতন মুসলমানেরা দখলদারদের সঙ্গে কোনো মুসলিম দেশের সম্পর্ককে ভালো চোখে দেখে না। তুরস্কের ভেতরেও এই সফরের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ