বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


পাকিস্তানের বিমানবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক যুদ্ধবিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীন থেকে পাওয়া অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমানগুলো নিজেদের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে দেশটির পাঞ্জাবের অ্যাটক জেলার বিমানবাহিনীর (পিএএফ) ঘাঁটি মিনহাস কামরায় নতুন যুদ্ধবিমানগুলো অন্তর্ভুক্ত করা হয়।

যুদ্ধবিমান অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের বহরে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে। পাকিস্তানের বিমানবাহিনীতে এফ-১৬ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের দেওয়ার ৪০ বছর পর নতুন যুদ্ধবিমানের সংযোজনকে দেশের জন্য বড় ঘটনা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

জে-১০সি মডেলের এ যুদ্ধবিমান সব ধরনের আবহাওয়ায়, বিশেষ করে রাতে, অভিযানের জন্য উপযোগী করে তৈরি।

গত বছর চীনের সঙ্গে সামরিক মহড়ার অংশ হিসেবে যুদ্ধবিমান পেয়েছে পাকিস্তান। তখন পাকিস্তানি বিশেষজ্ঞরা জে-১০সি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন।

এনটি


সম্পর্কিত খবর