আবদুল্লাহ তামিম: পিএলওর নির্বাহী কমিটির একজন সদস্য গতকাল বুধবার বলেছেন, বিশ্বের চোখ ইউক্রেনের দিকে, ইসরায়েল ফিলিস্তিনিদের উপর কঠিন নির্যাতন করছে, এটা কেউ দেখেই না।
সম্প্রতি জেরুসালেম, রামাল্লা, জেনিন, নাবলুস ও বোরকায় ইসরায়েলের হাতে নিহত ব্যক্তিদের জন্য ফিলিস্তিনের জনগণ যখন শোক প্রকাশ করছে, ঠিক তখনই এমন মন্তব্য করেছেন সালেহ রাফাত।
ফিলিস্তিনের ডেমোক্রেটিক ইউনিয়নের সেক্রেটারি জেনারেল বলেছেন, ইসরায়েলের দখলদারিত্ব ইউক্রেনে যা ঘটছে তা শোষণ করছে। অধিকৃত জেরুসালেম ও সমস্ত অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে তারা অন্যায়ভাবে কর্তৃত্বকে শক্তিশালী করছে। ইসরায়েল দিন দিন তাদের এলাকা ঘ্রাস করার চেষ্টা করছে। নিরস্ত্র ফিলিস্তিনিদের বিতাড়ন ও পূর্বপরিকল্পিত হত্যা চালিয়ে যাচ্ছে। তাদের হত্যা করছে ও জর্ডান উপত্যকা, জেরুসালেম আর অন্যান্য দখলকৃত শহরে তাদের সম্পত্তি চুরি করছে।
রাফাত উল্লেখ করেছেন, ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষও অধিকৃত পশ্চিম তীর ও জেরুসালেমে নির্মিত অবৈধ উপনিবেশগুলিতে তাদের পুনর্বাসনের জন্য আরও ইহুদিদের ইসরায়েলে নিয়ে যাওয়ার জন্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সুযোগটি ব্যবহার করছে।
জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের প্রধানদের কাছে ইসরায়েল কী করছে তা নির্দেশ করে একটি চিঠি দিয়েছেন। পিএলও কর্মকর্তা জোর দিয়েছেন, যে ফিলিস্তিনিদের আটক ও নির্যাতনসহ অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে চলমান ইসরায়েলি কর্মকাণ্ড যুদ্ধাপরাধের সমান।
তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রতিদিনের নির্যাতন ও সীমা লঙ্ঘন বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র: মিডল ইস্ট মনিটর
-এটি