আব্দুল্লাহ আফফান: করোনার কারণে গত দুই বছর মসজিদুল হারামে ইফতার করার অনুমতি ছিল না। সম্প্রতি করোনা সংক্রমন কমায় এবছর মসজিদুল হারামে ইফতার করতে পারবে মুসল্লিরা।
হারামাইন শরিফের ইন্তেজামিয়া কমিটি জানিয়েছেন, কিছু শর্ত মেনে মসজিদুল হারামে ইফতার করতে পারবে মুসল্লিরা।
শর্তগুলো হচ্ছে- মসজিদুল হারামে ইফতার করার অনুমতি শুধু তারাই পাবে যারা আগেই অনুমতি পেয়েছে।
যারা বুস্টার ডোজ গ্রহন করেছে তাদের হেলথ সার্টিফিকেট কপি জমা দিতে হবে। ভ্যাকসিন সনদ জমা দিতে হবে।
নির্ধারিত স্থানে ইফতার করতে হবে। সম্ভব হলে ইফতারের অনুমতি দেয়া হবে। ইফতারের অনুমতি পত্রে কোন কিছু লেখা যাবে না।
খেজুর বিতরণেও দু’টি বিধিনিষেধ থাকবে। এক. খেজুর প্যাকেটের মাধ্যমে দিতে হবে। এবং প্যাকেট করার সময় খেজুরের বিচি ফেলে দিতে হবে। দুই. ইফতারের প্যাকেট বিতরনের সময় করোনার স্ট্রান্ডার্ট অপারেটিং সিস্টেম মেনে চলতে হবে।
ইফতার বিতরণকারীর সংখ্যা নির্ধারিত থাকবে। তাদেরও বিধিনিষেধ মানতে হবে।
-কেএল