বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


জাতীয় নির্বাচনের আগে অবস্থান শক্ত করল বিজেপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে নিজেদের আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করল বিজেপি।

ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশ এবং উত্তরাখন্ডে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। গোয়া এবং মনিপুরে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদের করতে হবে জোট সরকার। অন্যদিকে, সবাইকে চমক দিয়ে দিল্লির পর কংগ্রেসকে হটিয়ে এবার পাঞ্জাবেও সরকার গঠন করতে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। অস্তিত্ব নেই কংগ্রেসের।

জয়ের আনন্দে মেতেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে বড় ধরনের চমক দেখাল গেরুয়া শিবির। ভারতের ৫টি রাজ্যের চারটিতেই বড় ধরনের জয় পেয়েছে দলটি। গুরুত্বপূর্ণ জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ক্ষমতা ধরে রাখায় ২০২৪ সালের জাতীয় নির্বাচনে জয় পাওয়াটা বেশ সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। কংগ্রেসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি।

নির্বাচনী ফলাফল বলছে, উত্তর প্রদেশে সরকার গঠনে ২০২টি আসনের দরকার হলেও বিজেপি পেয়েছে ২৬৪টি। তবে ২০১৭ সালের নির্বাচনের চেয়ে ৫৪টি আসন কম পেয়েছে দলটি। আর সমাজবাদী পার্টি পেয়েছে ১২৬টি, যা গত নির্বাচনের চেয়ে ৭৪টি বেশি। কংগ্রেস পেয়েছে মাত্র তিনটি।

উত্তরাখন্ডে সরকার গঠনে ৩৬টি আসন দরকার হলেও ৪১টি আসন পেয়ে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। মনিপুরে গত নির্বাচনের চেয়ে ৯টি আসন বেশি নিয়ে জয় পেলেও বিজেপিকে গড়তে হবে জোট সরকার। গোয়ায় কোনো দল একক সংখ্যারিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন নিয়ে রাজ্যটিতে দেখা দিতে পারে জটিলতা।

অন্যদিকে পাঞ্জাবে সব ধরনের নিসাব-নিকাশ পাল্টে দিয়ে বড় ধরনের চমক দেখিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বড় ধরনের জয় পেয়ে দিল্লির পর এই রাজ্যেও এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে এএপি।

পাঁচটি রাজ্যে গত ১০ ফেব্রুয়ারি শুরু হওয়া ভোট শেষ হয় ৭ মার্চ। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে এই ভোট গ্রহণকে সেমিফাইনাল বলে আখ্যায়িত করেছিলেন ভারতের নির্বাচন বিশ্লেষকরা।

-এটি


সম্পর্কিত খবর