হুমায়ুন আইয়ুব
আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা। বোর্ডটির সভাপতি ও আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মুহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বলেন, চলমান পরীক্ষায় পরীক্ষার্থী ও নেগরানগণ সঠিক সুন্দরভাবে পরীক্ষা বাস্তবায়নে সহযোগিতা করবেন। আমানতদারীর সঙ্গে সব কাজ আনজাম দিবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আজ (৯ মার্চ, বুধবার) সকালে আওয়ার ইসলামকে তিনি এসব কথা বলেন।
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ চেষ্টা- মেহনতের পর আজ আপনারা পরীক্ষার হলে আছেন। পরীক্ষা দিচ্ছেন। নববী ইলমের ওয়ারাসাত হওয়ার সৌভাগ্যের পথে এগিয়ে যাচ্ছেন। উম্মার জিম্মাদারী নিতে প্রস্তুত হচ্ছেন। আশা করি সফল হয়ে দেশ জাতি ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করবেন। আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতের কামিয়াবি দান করুন।
পরীক্ষা বাস্তবায়নে মুমতাহিন -নেগরান এবং
মাদরাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন মুহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
-এটি