আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>
আগামীকাল ৯ মার্চ (বুধবার) থেকে শুরু হচ্ছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা। শুক্রবারসহ ৮দিন চলবে পরীক্ষা। এবারের পরীক্ষায় সব ধরণের অনিয়মরোধে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছে বেফাক।
আপাতত শরহে বেকায়া, মেশকাত এই দুই জামাতের প্রশ্নপত্র ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে বেফাকের একাধিক সূত্র। নাহবেমীর এবং তাইসিরের প্রশ্নপত্রের বিষয়ে এখনও এই পদ্ধতি অবলম্বনের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অনিয়ম রোধে টেলিগ্রাম, ই-মেইলসহ ডিজিটাল বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হতে পারে। তবে ঠিক কি ধরনের পদ্ধতি অবলম্বন করা হতে পারে এ বিষয়ে এখনো বিস্তারিত, সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি বেফাক সংশ্লিষ্ট সূত্র থেকে।
গত তিন বছর ধরে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় পরীক্ষায় প্রশ্নপত্র পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে হলগুলোতে পৌঁছানো হচ্ছে। এবার বেফাকের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া মেশকাত ও শরহে বেকায়া পরীক্ষা নিয়ে অনিয়ম ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র।
এনটি