মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

চলমান সঙ্কট নিরসনে নির্বাচনকালীন সরকার খুবই গুরুত্বপূর্ণ: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ চলতিমাসকে দাওয়াতী মাস হিসেবে ঘোষণা করেছে।

গতকাল মঙ্গলবার পহেলা মার্চ থেকে গোটা দেশে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দাওয়াত ও সদস্য সংগ্রহ মাস। আন্দোলনের মুহতারাম আমীর হযরত পীর সাহেব চরমোনাই বরিশাল শহর থেকে আনুষ্ঠানিকভাবে দাওয়াতি মাসের উদ্বোধন করেছেন।

পাশাপাশি সারা দেশের ৮৭ টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখা একযোগে দাওয়াতি কার্যক্রম ও সদস্য সংগ্রহের কাজ শুরু করেছে। বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ এ কর্মসূচিকে সফল করার জন্যে তৃণমূলে আন্দোলনের প্রায় চল্লিশ হাজার সক্রিয় ইউনিটকে সর্বাত্মকভাবে কাজে লাগানোর জন্যে জেলা ও মহানগর শাখাগুলোকে যথাযথ নির্দেশনা দেয়া হয়েছে।

ইতিমধ্যেই দাওয়াতি মাসের পোস্টার, লিফলেট, পরিচিতি, সদস্য ফরমসহ প্রয়োজনীয় উপকরন সকল শাখায় সরবরাহ করা হয়েছে।
দাওয়াত ও সদস্য সংগ্রহ মাস সফল করার জন্য আন্দোলনের ৮ টি সহযোগী সংগঠনকেও সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দেয়া হয়েছে।

এবারে দাওয়াতি মাসের টার্গেট হলো, দেশের ১১ কোটি ভোটারের কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেয়া। লক্ষ্য হলো, সাংগঠনিক জনশক্তিকে দ্বিগুণ করা। মার্চ মাসকে এ বিশাল কাজের জন্য বেছে নেয়ার তাৎপর্য হলো; এ মাসে বাংলাদেশের যেমন জন্ম হয়েছে তেমনই ইসলামী আন্দোলন বাংলাদেশেরও জন্ম হয়েছে এ মার্চ মাসেই।

আন্দোলনের মুহতারাম আমীর হযরত পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন এবং এর সকল সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, দায়িত্বশীল এবং কর্মীগণকে এ মাসে প্রত্যেককে ন্যূনতম ২০ জন এবং সাধারণ সদস্যগণকে ন্যূনতম দুইজন (একজন পুরুষ একজন মহিলা) নতুন সদস্য করার নির্দেশ দিয়েছেন।

দাওয়াত ও সদস্য সংগ্রহ মাসের টার্গেট বাস্তবায়নে ও লক্ষ্য অর্জনে আন্দোলনের সকল শাখা, ইউনিট এবং সংশ্লিষ্ট সকল জনশক্তি আন্তরিকতার সঙ্গে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে আমাদের প্রত্যাশা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, প্রচলিত শাসন ব্যবস্থার অসারতা দিন দিন স্পষ্ট হচ্ছে। অপরদিকে দুর্নীতি ও মাদকতার সয়লাবের ফলে ইসলামী অনুশাসন তথা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করছেন দেশের সকলস্তরের মানুষ।

এমতাবস্থায় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। পীর সাহেব চরমোনাই বলেন, চলমান সঙ্কট নিরসনে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রয়োজন। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের চলমসান সঙ্কট দূরীভূত করতে পারে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ