আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আমাদের কারো ওপর কোনো রাজনৈতিক চাপ নেই। আমরা স্বাধীনভাবে কাজ করছি এবং স্বাধীনভাবে কাজ করে যাব।
আজ মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, বিএনপি কী বলেছে আমরা শুনেছি। আগামী নির্বাচন করার জন্য আমাদের ওপর একটি দায়িত্ব এসেছে। কিভাবে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব বা মোকাবেলা করব সেগুলো পরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আমরা রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও সমঝোতা ও আলাপ-আলোচনা প্রত্যাশা করি।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সফরসঙ্গী হিসেবে ছিলেন নির্বাচন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এ সময় ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় নির্বাচন কমিশনাররা স্মৃতিসৌধে বীর শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টা ২০ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন নির্বাচন কমিশনাররা।
-কেএল