মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বিদেশ ভ্রমণ শরিয়ত সম্মত নয়: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
নির্বাহী সম্পাদক>

পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বিদেশ ভ্রমণ শরিয়ত সম্মত নয় বলে ঘোষণা দিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। আফগান বাহিনী দেশব্যাপী ডোর টু ডোর ক্লিয়ারিং অপারেশন শুরু করেছে। তালেবানের মতে, আফগান নারীরা পুরুষ ছাড়া দেশ ছাড়তে পারবেন না। এটা শরিয়তেও নিষিদ্ধ।

তালেবান সরকারের মতে, কোনো আফগানকে দেশ ছেড়ে যেতে দেওয়া হবে না। একই সময়ে, আফগান বাহিনী গত (সোমবার ২৮ ফেব্রুয়ারি) থেকে ঘরে ঘরে ক্লিয়ারিং অপারেশন শুরু করেছে, যাতে আফগানরা তাদের দেশ ছেড়ে বিদেশে যেতে না পারে তা নিশ্চিত করতে।

গতকাল রোববার গভীর রাতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তালেবানের একজন মুখপাত্র বলেছেন, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য আফগানদের বিদেশে সব ধরণের বিপদ থেকে রক্ষা করা।

জাবিহুল্লাহ মুজাহিদের মতে, আফগানরা যারা বিদেশের উদ্দেশ্যে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছে তাদের কাছে বৈধ অজুহাত না থাকলে অভিবাসন থেকে বাধা দেওয়া হবে। উচ্ছেদের অজুহাত দেখিয়ে আমরা তাদের দেশ ছেড়ে যেতে দেব না, তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন।
বিদেশে যাওয়া তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

তালেবান সরকার ঘোষিত নিষেধাজ্ঞা এবং আফগান বাহিনীর ‘ক্লিয়ারিং অপারেশন’ সমস্ত আফগানদের প্রভাবিত করবে। নারীরাও বিদেশ যেতে পারবেন না যদি তাদের সঙ্গে কোনো পুরুষ আত্মীয় না থাকে। এই নিষেধাজ্ঞাগুলি গত বছর প্রবর্তিত বিধিনিষেধের একটি অংশ, কিন্তু সেই সময়ে, নারীদের একা ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, হয় দেশের অভ্যন্তরে বা শহরে। সূত্র: আল হেলাল মিডিয়া


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ