আবদুল্লাহ তামিম।।
নির্বাহী সম্পাদক>
পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বিদেশ ভ্রমণ শরিয়ত সম্মত নয় বলে ঘোষণা দিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। আফগান বাহিনী দেশব্যাপী ডোর টু ডোর ক্লিয়ারিং অপারেশন শুরু করেছে। তালেবানের মতে, আফগান নারীরা পুরুষ ছাড়া দেশ ছাড়তে পারবেন না। এটা শরিয়তেও নিষিদ্ধ।
তালেবান সরকারের মতে, কোনো আফগানকে দেশ ছেড়ে যেতে দেওয়া হবে না। একই সময়ে, আফগান বাহিনী গত (সোমবার ২৮ ফেব্রুয়ারি) থেকে ঘরে ঘরে ক্লিয়ারিং অপারেশন শুরু করেছে, যাতে আফগানরা তাদের দেশ ছেড়ে বিদেশে যেতে না পারে তা নিশ্চিত করতে।
গতকাল রোববার গভীর রাতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তালেবানের একজন মুখপাত্র বলেছেন, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য আফগানদের বিদেশে সব ধরণের বিপদ থেকে রক্ষা করা।
জাবিহুল্লাহ মুজাহিদের মতে, আফগানরা যারা বিদেশের উদ্দেশ্যে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছে তাদের কাছে বৈধ অজুহাত না থাকলে অভিবাসন থেকে বাধা দেওয়া হবে। উচ্ছেদের অজুহাত দেখিয়ে আমরা তাদের দেশ ছেড়ে যেতে দেব না, তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন।
বিদেশে যাওয়া তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
তালেবান সরকার ঘোষিত নিষেধাজ্ঞা এবং আফগান বাহিনীর ‘ক্লিয়ারিং অপারেশন’ সমস্ত আফগানদের প্রভাবিত করবে। নারীরাও বিদেশ যেতে পারবেন না যদি তাদের সঙ্গে কোনো পুরুষ আত্মীয় না থাকে। এই নিষেধাজ্ঞাগুলি গত বছর প্রবর্তিত বিধিনিষেধের একটি অংশ, কিন্তু সেই সময়ে, নারীদের একা ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, হয় দেশের অভ্যন্তরে বা শহরে। সূত্র: আল হেলাল মিডিয়া