মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

সবচেয়ে কম বয়সে সম্পূর্ণ কুরআন রেকর্ডের কীর্তি গড়েছেন যে হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে এ পর্যন্ত অসংখ্য কারীর কণ্ঠে রেকর্ড হয়েছে পুরো কুরআনে কারিম। কিন্তু সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়েন মরক্কোর ছোট্ট হাফেজ ইয়াহইয়া সিদকী। মাত্র ১২ বছরেই তার কণ্ঠে সম্পূর্ণ কুরআনে কারিমের ৩০ পারা অডিও রেকর্ড হয়।

গত বছরের শুরুর দিকে আরবি চ্যানেল ‘কানাতুল মাজদি’ তার ওই অডিও প্রচার করে।

এর আগে ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে প্রতিদিন হাফেজ ইয়াহইয়া সিদকী রেকর্ডের উদ্দেশে এক পারা করে তেলাওয়াত করত।

এত অল্প বয়সে এ সৌভাগ্য অর্জনের বিষয়ে সে জানায়, এ অর্জন তার মায়ের কল্যাণে। ইয়াহইয়া বলেন, ‘মা আছেন বলেই আমি এবং আমার সব অর্জন।’

খুব শৈশব থেকেই তার সুমিষ্ট কণ্ঠস্বর ও অসাধারণ কুরআন তেলাওয়াত-প্রতিভায় বিশ্বের বড় বড় ইসলামিক স্কলার মুগ্ধতা প্রকাশ করেন।

২০১৬ সালের রমজানে প্রসিদ্ধ আরবি অনুষ্ঠান ‘সাওয়াইদুল ইখা’র বার্ষিক অনুষ্ঠানের পঞ্চম পর্বে সিরিয়ার প্রখ্যাত ইসলামী লেখক মুহাম্মদ রাতিব আন নাবুলসি, সৌদি আরবের বিশিষ্ট আলেম শায়খ আয়েজ আল কারনি, সালমান আওদাহ এবং আবদুর রহমান আরেফি হাফেজ ইয়াহইয়া সিদকীর তেলাওয়াতে মুগ্ধ হন। মিসরের প্রয়াত কারী শায়খ মিসরাবি, মোহাম্মদ সিদ্দিক আল মিনশাবি ও মাহমুদ খলিল হুসারি তেলাওয়াতে তার আদর্শ।

তবে সদ্য রেকর্ড হওয়া তেলাওয়াত নাফে থেকে ‘ওয়ারশে’র বর্ণনাকৃত কিরাতে পাঠ করেছে ইয়াহইয়া।

সূত্র : কাসা ও অ্যারাবি ২৪ ডটকম

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ