আওয়ার ইসলাম ডেস্ক: যদি নামাজে সুরা তিলাওয়াত করতে কোনো আয়াত ছুটে যায় তাহলে নামায হবে? নাকি না? এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের ফতোয়া ওয়েব সাইটে প্রশ্ন করেছে।
প্রশ্ন: সূরা কাফিরুনের ولا انا عابدماعبد تم (এক আয়াত ছেড়ে দিয়ে) لکم دینکم ولی دین পড়লে কি নামাজ হবে?
উত্তর নং: 609888 ৬০৯৮৮৮ এ বলা হয় بسم الله الرحمن الرحيم ফতোয়াঃ 872-730/B=07/1443।
وَلاَ َاَنَا عَابِدٌ مَّا عَبَدْتُمْ এর পরে কোনো আয়াত বাদ দিলে অর্থে কোনো সমস্যা সৃষ্টি হয় না, তাই নামাজ আদায় হয়ে যাবে।
আল্লাহই ভালো জানেন
সূত্র: দারুল ইফতা, দারুল উলূম দেওবন্দ
-এটি/হামযাহ আল মাহদী