আওয়ার ইসলাম ডেস্ক: আগামী মার্চ মাস থেকে বিমানের যাত্রীসেবা পুরোপুরি ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী মার্চ মাস থেকেই বিমান বাংলাদেশের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম পুরোপুরি ডিজিটালাইজড করা হচ্ছে। টিকিট কেনা, রিজারভেশন, বুকিং, চেক-ইন সবই সম্ভব হবে অনলাইনে।
প্রধানমন্ত্রী বলেন, বিমানের নিজস্ব ব্যবস্থাপনায় মেরামত কাজের দক্ষতা আগামীতে আরও বাড়াতে হবে। এতে করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।
সরকারপ্রধান বলেন, হয়রানি মুক্ত যাত্রীসেবা নিশ্চিতে কাস্টম সার্ভিস ডিজিটাল করতে হবে। প্রবাসীরা যাতে কোনো রকম হয়রানির শিকার না হয়, সে জন্য বিমানকর্মীদের আরও সতর্ক থাকতে হবে।
-এএ