মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য

বুখারি শরিফের আখেরি দরসে শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানির ৪টি অমূল্য নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের করাচি মাদরাসায় সাবেক বিচারপতি শায়খুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মাদ তাকি উসমানি (হা‌ফিযাহুল্লাহ) বুখারি শরিফের শেষ দরস প্রদান করেছেন। সবক শেষে তি‌নি গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেন।।

গতকাল মঙ্গলবার এ খতমে বোখারি দরস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদ্য ফারেগিন নবিন উলামায়ে কেরামের জন্য উপকারী হবে বলে মনে করি। আওয়ার ইসলামের পাঠকের জন্য হজরতের বয়ান তুলে ধরা হলো।

হযরত শাইখুল ইসলাম বলেন আজ আপনাদের সা‌থে দরসদানের সূত্রে আমার শেষ মুলাকাত। এখন বিদায়ের সময়। কিছুকথা পেশ কর‌ছি। এগু‌লোকে মনের ম‌ধ্যে ভালোভা‌বে গেঁ‌থে নিবেন এবং জীবনের সা‌থে শক্তভা‌বে বেঁধে নিবেন।

এক.

আপনারা প্রথাগত ছাত্রজীব‌ন সম্পন্ন করেছেন। আর যখনই কোনো ভালো কাজ সম্পন্ন করা হয়,‌ তখন দুটি কাজ অবশ্যই করা চাই। প্রথমত, আল্লাহ তাআলার শোকর আদায় করা এবং‌ ওই নেক কা‌জের কদর ও মূল্যায়ন করা। তি‌নি আপনাকে এ মহৎ কর্মের তাওফীক দিয়েছেন।

‌দ্বিতীয়ত, একাজে যে ত্রু‌টি‌-বিচ্যূ‌তি হয়েছে,‌ তজ্জন্যে ই‌স্তিগফার ও ক্ষমাপ্রার্থনা করা। নবী কারীম সা.-এর নিয়ম ছিল,‌ যখনই তি‌নি নামায থেকে ফারেগ হতেন, তিনবার 'আসতাগ‌ফিরুল্লাহ' বলতেন। সুতরাং সমস্ত ইবাদত, নফল, তেলাওয়াত, রোযা, দরস-তাদরীস সবই যেহেতু আল্লাহর তাওফীকেই সম্পন্ন হ‌য়; সে‌হেতু তাঁর শোকর আদায় করা চাই। যে ত্রু‌টি-বিচ্যূ‌তি ও অবহেলা নিজের পক্ষ থে‌কে হয়েছে, তার জন্য ক্ষমাপ্রার্থনা করা চাই।

দুই.
‌নিজেকে কখনো 'ফারেগুত্তাহসীল' তথা 'জ্ঞানার্জন থে‌কে‌ অবসর' জ্ঞান করবেন না। আমার কাছে 'ফারেগ' শব্দ‌টি বড় অপছন্দনীয়‌।

বরং নিজেকে সবসময় তা‌লিবে ইলম মনে করবেন। নি‌জে‌কে সর্বদা তা'লীম ও শিক্ষাদীক্ষার সা‌থে যুক্ত রাখবেন। দরসে নেজামীর উদ্দেশ্যই হ‌লো আপনার মা‌ঝে যেন এ যোগ্যতা সৃ‌ষ্টি হ‌য়ে যায় যে, আপনি সহীহ অর্থে তা‌লি‌বে ইলম হতে পারেন। কাজেই ইল‌ম হা‌সিলের সাথে যেন আপনার সম্পর্ক ছিন্ন না হয়।

আল্লাহ তাআলা আমাদের‌কে তা‌লিবে ইলম বা‌নিয়ে দিন, সর্বদা এ দুআই কবেন। কারণ ইলম তো মায়ের কোল থেকে কবর পর্যন্ত অর্জন করার বিষয়।

তিন.

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনারা যা কিছু পড়েছেন, যে যে ইলম ও মাযহাবী ইখ‌তিলাফ পড়েছেন, এসব কিছু ইলমে শরীয়ার দিকে আপনা‌কে নিয়ে যাওয়ার জন্যই। এটা কোনো মাকসাদ ও উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো ইলমের ওপর আমল করা এবং শরীয়তমতে জীবনযাপন করা।

আপ‌নি সুন্নাহ মতে জীবন গড়লেন কি না, আপনার মধ্যে কী কী প‌রিবর্তন এলো, আপনার কার্যকলাপে কী প‌রিবর্তন এলো- এটা দেখবার ‌বিষয়।

কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাস করা হবে না, মু'তা‌জিলাদের মতবাদ কি ছিল? মাফঊল কেন মানসুব হয়? বরং জিজ্ঞাসা করা হ‌বে, আপনি ইলম মোতাবেক কতটুকু আমল করেছেন? কাজেই নিজের জীবনকে শরীয়ত মতে গড়ে তুলুন। সুন্নাতের সাঁ‌চে নির্মাণ করুন।

চার.
ফারেগ হওয়ার পর সবচেয়ে বড় সমস্য‌া হলো জাগ‌তিক কোনো পেশা গ্রহণ করা। ‌দেখুন- আমার ভাইয়েরা- দু‌নিয়া প্রয়োজনীয় তা ঠিক আছে। কিন্তু তা কখনো জীবনের মাকসাদ নয়।

এর উদাহরণ এভা‌বে বুঝুন, ঘ‌রের ম‌ধ্যে 'বাইতুল খলা' তথা ওয়াশরুমের প্রয়োজন আছে; কিন্তু ওয়াশরুম ঘরের আসল জায়গা নয়- আপ‌নি সেখানে গি‌য়ে সারা‌দিন বসে থাকবেন,‌ এবং সেটাকে সুন্দর থেকে সুন্দর করার চিন্তায় মগ্ন থাকবেন।

জাগ‌তিক বিষয়গু‌লো এভাবে বুঝে নিন। এটা‌ প্রয়োজনীয় ঠিক,‌ কিন্তু জীবনের আসল উদ্দেশ্য নয়। কাজেই দুনিয়াকে জীবনের আসল উপার্জন বানাবেন না। সবসময় নিজের অধ্যয়নে আকা‌বির আসলা‌ফের কুরবানী ও আত্মত্যাগের কা‌হিনী এবং তাদের মালফুয ও উপদেশমালা সামনে রাখবেন। আর সব সময় আপনার উসতাযদের সাথে সম্পর্ক বজায় রাখবেন এবং তাদের দিক‌নির্দেশনার অধীনে চলবেন।

অনুবাদ: মুহাম্মাদ সাইফুদ্দীন গাজী

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ