আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্নাটকে কলেজে হিজাব পরিহিতা ছাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টে দাখিল হওয়া আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আজ মঙ্গলবার কর্নটক হাইকোর্ট এই আদেশ দেন।
এর আগে শুনানির একটি শাখা বেঞ্চ এই ইস্যুটি কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অস্থির ওপর সমর্পণ করেন। যেন ইস্যুটি সমাধানে বড় বেঞ্চ গঠন করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ছয় সদস্যের একটি বেঞ্চ গঠন করেন। ওই বেঞ্চের ছয় সদস্যের মধ্যে তিনিও একজন।
উল্লেখ্য, শুক্রবার আদালত রাজ্যকে নির্দেশ করে যে, প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান আবার খোলা হবে। একইসাথে যতক্ষণ পর্যন্ত এটি আদালতে পূর্ণ শুনানি ও রায় না হবে ততদিন পর্যন্ত কোনো শিক্ষার্থী-সে যে ধর্মেরই হোক-ক্লাসে ধর্মীয় পোশাক পরিধান করে উপস্থিত হতে পারবে না।
সূত্র: ইটিভি ভারত
-এটি