মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য

যুক্তরাষ্ট্রে আটকে থাকা আফগানদের অর্থ দেয়া হবে টুইন টাওয়ার ক্ষতিগ্রস্তদের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ৭ বিলিয়ন ডলার আটকে দেয় যুক্তরাষ্ট্র।

মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে, ৭ বিলিয়ন ডলারের অর্ধেক ২০০১ সালের টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেওয়ার পরিকল্পনা করছে জো বাইডেন প্রশাসন।

সিএনএন বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৭ বিলিয়ন ডলারের অর্ধেক আফগানিস্তানে মানবিক সহায়তার কাজে ব্যয় করবেন। এছাড়াও বাকি অর্ধেক ২০০১ সালের টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে বন্টন করবেন।
শুক্রবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি করবেন জো বাইডেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নির্বাহী আদেশের ফলে আফগানিস্তানের আটকে রাখা অর্ধেক টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ভাগ করে ফেলা হবে। আর বাকি অর্ধেক আফগানিস্তানে ব্যয় করা হবে। কিন্তু তালেবানের হাতে সরাসরি দেওয়া হবে না টাকাগুলো।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ আগস্ট দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপরই আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৭ বিলিয়ন ডলার আটকে দেয় যুক্তরাষ্ট্র। এই অর্থ ছেড়ে দেওয়ার জন্য কয়েক মাস ধরে অনুরোধ জানিয়ে আসছে তালেবান। তবে তালেবানের হাতে সরাসরি এ অর্থ দিতে রাজী নয় যুক্তরাষ্ট্র।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ