বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল আরও ৩ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাইওয়ানে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে দেশটির রাজধানী তাইপেতে আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬।

এই ভূমিকম্প তাইওয়ান ছাড়াও চীনের মূল ভূখণ্ড, জাপান ও ফিলিপাইনেও অনুভূত হয়েছে। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টি থেকে ৬৬ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ২৮ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

তাইওয়ানের এক স্থানীয় জানিয়েছেন, ভূমিকম্পের সময় সেখানকার ভবনগুলো ভয়ংকরভাবে দুলছিল। তিনি বলেন, কম্পন অন্তত ২০ সেকেন্ড স্থায়ী ছিল এবং মাটি ডানে-বামে নড়ছিল।

এর আগে গত অক্টোবরে তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলীয় ইলান শহরে সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় সেই সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ