বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


যাত্রীর করোনা পজিটিভ, বিমানের টয়লেটে তালাবদ্ধ রেখে কোয়ারেন্টাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ফ্লাইটে ইমার্জেন্সি টেস্টে এক মহিলার করোনা পজেটিভ আসায় তাকে বিমানের টয়লেটে কোয়ারেন্টাইনে রাখা হয়। খবর সিএনএন।

আইসল্যান্ডের রাজধানী রেকজাভোকের উদ্দেশ্যে যুক্তরাষ্টে থেকে ছেড়ে আসা একটি বিমানে এ ঘটনা ঘটে। ভিকটিম ওই ব্যক্তি শিকাগোর বাসিন্দা। নাম মারিসা ফুশিও।

মারিসা ফুসিও সিএনএনকে জানান যে, তিনি ফ্লাইটে ওঠার আগে ২টি পিসিআর এবং ৫টি ফাস্ট পরীক্ষা করেছেন এবং সবকটির ফলাফল নেগেটিভ ছিল। কিন্তু, বিমান উড্ডয়নের এক ঘন্টা পর তার গলা ব্যথা ও তীব্র ক্লান্তি শুরু হয়; যা তাকে উদ্বিগ্ন করে তোলে। এরপর তিনি আবারও করোনা পরীক্ষা করান এবং ফলাফলটি আশ্চর্যজনকভাবে পজিটিভ আসে।

জানা যায়, মারিসার পরীক্ষা পজিটিভ হলে ফ্লাইট ক্রুরা তাকে তিন ঘণ্টারও বেশি সময় ধরে বিমানের টয়লেটে আটকে রাখে। তারপর বিমানটি আইসল্যান্ডে অবতরণের সাথে সাথে তাকে বিমানবন্দর থেকে সরাসরি কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়

এদিকে মারিসা জানান, তাকে দুবার করোনার পাশাপাশি একটি বুস্টার টিকা দেওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ