বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


পাকিস্তানে ‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপনের সময় নিহত ১, আহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের করাচি শহরের বিভিন্ন স্থানে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় উড়ো ফায়ারে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। রোববার দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং এসব ঘটনার তদন্ত চলছে।

এক বিবৃতিতে জানা যায়, জিন্নাহ স্নাতকোত্তর মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ১১ বছরের আলী রাজার মৃত্যু হয়েছে। সে উত্তর করাচির একটি উড়ো ফায়ারে আহত হয়।

পুলিশ জানিয়েছিল, নববর্ষের আগে করাচিতে উড়ো ফায়ারের বিরুদ্ধে ব্যবস্থাসহ নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আকাশে উড়ো ফায়ারের ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি তদন্ত দল গঠন করেছে পুলিশ। বিবৃতিতে তারা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিল।

তাছাড়া একদিন আগে পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনও নতুন বছর উদযাপনের আগে উড়ো ফায়ারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপে সরকারের কাছে আহ্বান জানিয়েছিল।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ