বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার

ইরানের সঙ্গে বসছে ক্ষমতাধর ৫ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বহুল আলোচিত পরমাণু চুক্তির ভবিষ্যৎ ঠিক করতে অস্ট্রিয়ায় আলোচনায় বসছে ইরান ও ক্ষমতাধর পাঁচটি দেশ।

স্থানীয় সময় সোমবার দেশটির রাজধানী ভিয়েনায় এই বৈঠক শুরুর কথা রয়েছে। এরই মধ্যে বৈঠক সামনে রেখে চীন ও রাশিয়ার সঙ্গে একের পর এক আলোচনা করেছে ইরান।

এদিকে বৈঠকে পরমাণু সমঝোতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

দীর্ঘ পাঁচ মাসের বিরতির পর আবারও শুরু হচ্ছে পরমাণু সমঝোতা বৈঠক। সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হওয়া বৈঠকে তেহরানের বিরুদ্ধে মার্কিন সরকারের একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে ইরান।

এরই মধ্যে ভিয়েনায় পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। নতুন প্রশাসন ক্ষমতায় আসায় এবার বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি। বৈঠকে ইরানের প্রতি নিজেদের সমর্থন দিচ্ছে চীন ও রাশিয়া। গত কয়েক দিনে দেশগুলোর সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছে ইরান।

সপ্তম ধাপের বৈঠক নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহারে সমঝোতা করতে পারে ইরান।

তিনি বলেন, আমরা সবসময়ই বলে এসেছি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তারা নতুন উদ্দেশ্য নিয়ে বৈঠক শুরু করছে। তাদের যেন কোনো সুবিধা দেওয়া না হয় সেই বার্তায় আলোচনায় অংশ নেওয়া দেশগুলোকে আমাদের পৌঁছাতে হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও ছয় দেশের মধ্যে ঐতিহাসিক পরমাণু চুক্তি হয়। তবে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চুক্তি থেকে সরে যায় যুক্তরাষ্ট্র। যদিও ক্ষমতায় আসার পর ফের চুক্তিতে ফেরার কথা জানান জো বাইডেন। এবারের বৈঠকে সরাসরি অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্র।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ