আন্তর্জাতিক ডেস্ক: ইতালির উপকূল থেকে আড়াইশ’ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার পর্যন্ত অভিযান চালিয়ে নবজাতকসহ এসব অভিবাসীদের উদ্ধার করা হয়।
দ্য নিউ আরব এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও সাগরের পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান চালাতে ১৬ ঘণ্টা সময় লেগেছে। মোট ২৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৪১ শিশু রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ইতালি উপকূলে নৌকায় করে আসা অভিবাসীদের সংখ্যা বেড়েছে। এতে অভিবাসীদের স্রোত ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের সঙ্গে একটি চুক্তি নিয়ে চাপে মারিও দ্রাঘির সরকার।
-এএ