শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

যাত্রাবাড়ীর কাজলায় শুরু হচ্ছে মাসব্যাপী নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত হচ্ছে নূরানী মুআল্লিম প্রশিক্ষণ সেন্টারের অধীনে একমাস ব্যাপী নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কোর্স। আগামী ২৬ নভেম্বর (শুক্রবার) থেকে প্রশিক্ষণ কোর্সটি শুরু হবে।

যাত্রাবাড়ী কাজলা ব্রীজ ডেমরা রোডে অবস্থিত মজুমদার কমপ্লেক্সে জামিআ ইসলামিয়া ঢাকার ব্যবস্থাপনায় নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে যা থাকবে: আরবীর পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হবে। কিরাআত মাশক করানো হবে। অভিজ্ঞ কাতেব দ্বারা আরবী, বাংলা ও ইংরেজি হাতের লেখা শিখানো হবে। উন্নতমানের তরীকায়ে তালীম প্রশিক্ষণ ও প্রাক্টিকেল অনুশীলন করানো হবে। আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য বহুমুখী প্রশিক্ষণ ও শীট দেয়া হবে। প্রশিক্ষণ শেষে সনদ প্রদান এবং খেদমতের ব্যবস্থা করা হবে।

কোর্সের ভর্তির জন্য এককপি ছবি, এনআইডি কার্ড ও বিছানাপত্র সাথে নিয়ে আসতে হবে। খাবারসহ কোর্সের ভর্তি ফি ৪১০০ টাকা। ভর্তির জন্য যোগাযোগ- ০১৭৭৮-৮৮৪৭০৩, ভর্তির জন্য টাকা পাঠাতে- ০১৭৭৬-২৭২৫২৭ (মাদরাসার বিকাশ, রকেট, নগদ)।

ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। কোটা পূরণের পর ভর্তির সুযোগ নেই।

যাতাযাত: যাত্রাবাড়ী মোড় থেকে ডেমরা রোডে বেফাক অফিসে যেতে একটু আগে কাজলা ব্রীজ সংলগ্ন।

জামিআ ইসলামিয়া ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও রেক্টর মুফতী মুঈনুল ইসলাম আওয়ার ইসলামকে জানিয়েছেন, কুরআনের খেদমতকে আরও ব্যাপক ও সুন্দর করার জন্য আমাদের এই আয়োজন। কোমলতার সাথে শিশুদের শিক্ষা কিভাবে দিতে হয়, তা শিখানো হবে। আমাদের এই আয়োজন সবার ভালো লাগবে।

তিনি আরও বলেন, যারা কুরআনের খেদমত করতে ইচ্ছুক তাদের অবশ্যই উচিত একমাসের কোর্সটি করা। সুন্দর শিক্ষাদানের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। আপনাদের প্রশিক্ষণের জন্য এই কোর্সটি সহায়ক হবে। ইনশাআল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ