আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের সমাজের লোকদের মাঝে প্রচলিত রয়েছে যে, হাঁটুর উপর কাপড় উঠলে ওযু ভেঙ্গে যাবে। কিন্তু এ ধারণাটি শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ অমূলক।
বরং সঠিক কথা হল, হাঁটুর উপর কাপড় থাকা অবস্থায় অযু করলে তা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। কেননা ওযু শুদ্ধ হওয়ার জন্য সতর ঢাকা শর্ত নয়। আর অযুর পর হাঁটুর উপর কাপড় উঠে গেলেও অযু নষ্ট হবে না ইনশাআল্লাহ। কেননা, এটি ওযু ভঙ্গের কারণ সমূহের মধ্যে কোন কারণ নয়।
তবে ওযু করার সময় বা ওযু করার পর বিনা প্রয়োজনে হাঁটুর উপর কাপড় না উঠানোই উত্তম। ইমাম মালেক রহ. এটিকে অপছন্দনীয় মনে করতেন।
উল্লেখ্য যে, পুরুষের নামায শুদ্ধ হওয়ার জন্য শর্ত হল, সর্ব নিম্ন দু কাঁধ ঢাকার পাশাপাশি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। সুতরাং হাঁটু ঢাকা নামাযের জন্য শর্ত; ওযুর জন্য নয়। আল্লাহু আলাম।
-এটি