শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

মহিউদ্দিন আকবর রহ.-এর স্মরণে নকীবের পদক প্রদান অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহিউদ্দিন আকবর রহ.-এর স্মরণে নকীবের পদক প্রদান ও জাতীয় সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব।

১৯  নভেম্বর (শুক্রবার) দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, দৈনিক নয়া দিগন্তের সহকারী সম্পাদক মাওলানা লিয়াকত আলী, লেখক গবেষক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক গবেষক ও ইসলামী চিন্তাবিদ শরীফ মুহাম্মদ, শিশু সাহিত্যিক ও অনুবাদক ইয়াহইয়া ইউসুফ নদভী, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, সিরাত গবেষক ও মাসিক মদীনা সম্পাদক আহমদ বদরুদ্দিন খান, উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ ইফতেখার তারিক।

সম্পাদকমন্ডলী সাবেক সভাপতিবৃন্দের মধ্যে থাকবেন, কে এম আতিকুর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, বরকত উল্লাহ লতিফ, এস. এম. মাইনুদ্দীন জাহাঙ্গীর, মুহাম্মদ আরিফুল ইসলাম, নুরুল ইসলাম আল-আমীন, জি. এম. রুহুল আমীন, শেখ ফজলুল করীম মারুফ, এম হাছিবুল ইসলাম।

এছাড়াও থাকবেন মাসিক নকীব-এর সম্পাদক মন্ডলীর সভাপতি নুরুল করিম আকরাম।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন, শিশু সাহিত্যিক ও গল্পকার এনায়েত রসুল, শিশুসাহিত্যিক আহমেদ রিয়াজ, মাসিক নকীব -র সাবেক নির্বাহী সম্পাদক রায়হান মোহাম্মদ ইব্রাহিম, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, মাসিক নকীব-এর সাবেক সহযোগী সম্পাদক রোকন রাইয়ান, তৌফিক আকবর, অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক মাওলানা রুহুল আমিন সাদী,  ঢাকা টাইমসের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, কালের কণ্ঠের বিভাগীয় সম্পাদক আতাউর রহমান খসরু, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন মাসিক নকীব এর সম্পাদক মুনতাছির আহমদ ও নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ