কাউসার লাবীব: বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে ১৪ নভেম্বর দিবসটি পালিত হয়। ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’।
দিবসটি উপলক্ষে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে খিদমাহ ডায়াবেটিক সেন্টার ও খিদমাহ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে খিদমাহ্ হসপিটাল ও খিদমাহ্ আই হসপিটাল লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত হলো ফ্রি ডায়াবেটিস স্ক্রীনিং এন্ড কনসালটেন্সি ও চোখের নিরব ঘাতক ফ্রি রেটিনা স্ক্রীনিং ক্যাম্পেইন।
খিদমাহ হসপিটাল অডিটরিয়ামে স্থানীয় পরিবহন শ্রমিক ও অন্যান্যদের নিয়ে সকাল সাড়ে ৮টায় থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন চলে দুপুর ২টা পর্যন্ত।
ক্যাম্পেইনে ডায়াবেটিস বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা করেন, ডা. জিয়াউল করীম, ডা. আবু তালহা, প্রফেসর ডা. মাহমুদুল হাসান ছিদ্দিকী (শিবলী) প্রমূখ। আলোচনা পরবর্তী অডিয়েন্সদেরকে সঠিকভাবে ইনসুলিন দেয়ার প্রশিক্ষণ প্রদান করা হয়।