আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের চার জন নাগরিক একটি ফুটবল স্টেডিয়ামে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে এই ঐশী গ্রন্থের অবমাননা করেছে। পবিত্র এই গ্রন্থ অবমাননা করার অভিযোগে তুরস্কের পুলিশ ঐ চার জনকে গ্রেপ্তার করেছে।
তুরস্কের উত্তরাঞ্চলীয় ওর্দু প্রদেশে একটি ফুটবল স্টেডিয়াম উদ্বোধনের সময় পবিত্র কুরআনের পাতা ছিঁড়ে ফেলা ও এই পবিত্র গ্রন্থ অবমাননা করার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উর্দু ও কাইরিক কালা প্রদেশের দুই দলের মধ্যকার ম্যাচের সময় পবিত্র কুরআনের ছেঁড়া পৃষ্ঠা বাতাসে ও মাটিতে ছড়িয়ে পড়তে দেখে দর্শকরা হতবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী এই দৃশ্য তাদের একাউন্টে পোস্ট করেছে। এই দৃশ্য প্রকাশের পর সকলে এই কর্মের তীব্র নিন্দা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা এই কর্মের সাথে যারা জড়িত রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির আহ্বান জানান। সূত্র: ইকনা
-এটি