আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অবসরপ্রাপ্ত শায়খুল হাদীস, সাবেক সহকারী অধ্যাপক, শহরের শেখঘাট ও জালালাবাদ আ/এ জামে মসজিদের দীর্ঘ দিনের ইমাম ও খতীব মাওলানা আ ফ ম আবদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত রোববার দিবাগত রাত ৩ টায় কিডনিজনিত জটিলতায় আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের গ্রামের বাড়ী মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার বাদ জোহর নগরীর আখালিয়া নতুন বাজারস্থ খাদরা আবাসিক এলাকা মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের মেঝো ছেলে হাফেজ মাওলানা নাজমুল হুদা তোফায়েল।
জানাযায় উপস্থিত ছিলেন- সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ ইকরামুল হক, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ইসহাক আল-মাদানী, ইবনে সিনা হাসপাতাল, সিলেট-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগরী জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী।
শাহজালাল জামেয়া পাঠানটুলার সাবেক প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হালিম, বর্তমান প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, ভাইস-প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, ইসলামী ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদ আহমদ, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মো. আব্দুশ শাকুর, জামেয়ার শিক্ষক, ছাত্র ও কর্মচারী সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ।
জানাযা শেষে তাকে পাশ্ববর্তী গোরস্থানে দাফন করা হয়।
মাওলানা আ ফ ম আবদুর রহমান দীর্ঘ প্রায় ৩ যুগ শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল মাদরাসায় শিক্ষককতা শেষে ২০১৯ সালে অবসরে যান।
-এএ